পবিত্র কুরআন মাজিদে ইরশাদ হচ্ছে-


اِقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِيْ خَلَقَۚ
অর্থঃ পাঠ কর তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। 
(সূরা-আলাক্ব, আয়াত ০১)

বিশ্ব পরিচিতি

ফ্রি SMS কিভাবে পাবেন?
১৪ই ডিসেম্বর, ২০২৩
মাথার পাশে ভুলেও মোবাইল চার্জে দিয়ে ঘুমাবেন না
১৪ই ডিসেম্বর, ২০২৩
নিস্বার্থ প্রকৃতির মায়াবী রূপ-
১৪ই ডিসেম্বর, ২০২৩
নিখুঁত চিন্তার চেয়ে নিজেকে নির্ভুল রাখা উত্তম-
১৪ই ডিসেম্বর, ২০২৩
শুরু থেকে শেষের অপেক্ষায় থাকা জীবন-
১৪ই ডিসেম্বর, ২০২৩
বিদ্যাপীঠ শিক্ষা নেটওয়ার্ক
১৬ই সেপ্টেম্বর, ২০২৩
বিদ্যাপীঠ স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম
১৬ই সেপ্টেম্বর, ২০২৩
পৃথিবীর পরিচয়, এখানে জীবনের আবির্ভাব ও বিবর্তন-
১৬ই সেপ্টেম্বর, ২০২৩
পাঠ কর তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন,
১৬ই সেপ্টেম্বর, ২০২৩

মাথার পাশে ভুলেও মোবাইল চার্জে দিয়ে ঘুমাবেন না

14th December, 2023
170



ভীর রাত পর্যন্ত মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা। আর তারপর তা চার্জে বসিয়ে ঠিক মাথার পাশে রেখে ঘুমিয়ে পড়া। এ স্বভাব অনেকেরই আছে। কিন্তু এই অভ্যাস অত্যন্ত ক্ষতিকর। ইউজারদের এবার এ নিয়েই সতর্ক করল অ্যাপেল। 

অ্যাপেলের তরফ থেকে এবার অনলাইন ইউজার গাইডে এ নিয়ে সতর্ক করা হবে। মার্কিন সংস্থাটির দাবি, বর্তমানে রাত জেগে মোবাইলে অনলাইন গেম খেলা কিংবা ওটিটি প্ল্যাটফর্ম দেখার প্রবণতা বাড়ছে। যার জেরে মোবাইলের ব্যাটারিও দ্রুত কমতে থাকে। সমাধান হিসেবে তাই স্মার্টফোনটি চার্জ করতে করতেই হাতে ফোন ধরে থাকেন। আর অনেক সময় সেভাবেই মোবাইল হাতে ঘুমিয়ে পড়েন। যা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর।

অ্যাপেলের তরফ থেকে বলা হয়, মোবাইল চার্জে দিয়ে কোনো সমতল স্থানে রাখা

উচিত। যেমন টেবিল কিংবা আলমারির মাথা। কম্বল, বালিশ কিংবা আপনার শরীরের ওপর রেখে চার্জ করা একেবারেই সঠিক পদ্ধতি নয়।

ইউজার গাইডে আরো বলা হয়েছে, আইফোন চার্জ হওয়ার সময়, তা থেকে তাপ নির্গত হয়। যে কারণে সঠিক পরিবেশ ও খোলা জায়গা না পেলে তাতে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। একই কারণে ফোন চার্জে বসিয়ে বালিশের নিচে চাপা রেখে দেয়ার বিষয়টিও অত্যন্ত বিপজ্জনক।

এমনিতেই টেক কোম্পানিগুলি সতর্ক করে জানিয়ে দেয় যে পাওয়ার ব্যাংক, ওয়্যারলেস চার্জার কিংবা মোবাইলের মতো ডিভাইসের ওপর শুয়ে পড়বেন না। পাশাপাশি কম্বল, বালিশের নিচেও এই ধরনের ডিভাইস রাখবেন না। এতে শরীরের যেমন ক্ষতি হয় না, তেমনই ব্যাটারি পুড়ে যাওয়া কিংবা ডিভাইসে আগুন লাগার ঝুঁকিও এড়ানো যায়।


সম্পর্কিত পোস্ট



কপিরাইট
বিদ্যাপীঠ ২০২৩-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত।
ডিজাইনেঃ বিদ্যাপীঠ ডেভেলপার'স
আমাদের উদ্দেশ্য

আমাদের নীতি
Privacy Policy
Service Policy
Contact US