পবিত্র কুরআন মাজিদে ইরশাদ হচ্ছে-
اِقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِيْ خَلَقَۚ
অর্থঃ পাঠ কর তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন।
(সূরা-আলাক্ব, আয়াত ০১)
বিশ্ব পরিচিতি
ফ্রি SMS কিভাবে পাবেন?
১৪ই ডিসেম্বর, ২০২৩
|
মাথার পাশে ভুলেও মোবাইল চার্জে দিয়ে ঘুমাবেন না
১৪ই ডিসেম্বর, ২০২৩
|
নিস্বার্থ প্রকৃতির মায়াবী রূপ-
১৪ই ডিসেম্বর, ২০২৩
|
নিখুঁত চিন্তার চেয়ে নিজেকে নির্ভুল রাখা উত্তম-
১৪ই ডিসেম্বর, ২০২৩
|
শুরু থেকে শেষের অপেক্ষায় থাকা জীবন-
১৪ই ডিসেম্বর, ২০২৩
|
বিদ্যাপীঠ শিক্ষা নেটওয়ার্ক
১৬ই সেপ্টেম্বর, ২০২৩
|
বিদ্যাপীঠ স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম
১৬ই সেপ্টেম্বর, ২০২৩
|
পৃথিবীর পরিচয়, এখানে জীবনের আবির্ভাব ও বিবর্তন-
১৬ই সেপ্টেম্বর, ২০২৩
|
পাঠ কর তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন,
১৬ই সেপ্টেম্বর, ২০২৩
|
নিস্বার্থ প্রকৃতির মায়াবী রূপ-
জন্মের পর তোমার মায়ের আর প্রকৃতির সাথে এমন একটা সম্পর্ক থাকবে যা তোমাকে নিস্বার্থভাবে পথ চলতে শেখাবে। প্রত্যকেই প্রকৃতি আর মায়ের সাথে আত্মিকভাবে জড়িত। যারা এই সম্পর্কটাকে বোঝে তারাই জানে নিজেকে কোথায় স্থাপন করলে জীবনের সফলতা আর শান্তি বজায় থাকে। কখনো তোমার কিছু চাইতে হবে না, যদি তুমি নিজেকে ভেতর থেকে সচ্ছ প্রকৃতির মানুষ হিসেবে গড়ে তুলতে পারো।
যখন তুমি সবকিছু থেকে হারতে থাকবে তখন ভেতর থেকে নিজেকে শক্ত রাখবা। কারন তোমার জীবনের সবকিছুই ক্ষণিকের। হয়তো এই হেরে যাওয়া তোমাকে অসম্ভব কষ্ট দেবে। কিন্তু এইটাই সেই সময় যখন নিজেকে শক্ত রাখতে পারলে জীবন সুন্দর। তোমার সবচেয়ে দুর্বল মূহূর্তগুলোতে নিজেকে নিরব প্রকৃতির মাঝে ছেড়ে দিবা। দেখবা প্রকৃতি তোমাকে ভালোবেসে আপন করে নেবে। মানুষ তোমাকে কষ্ট দেওয়ার জন্য বেশি সময় নিবে না। কিন্তু প্রকৃতির মাঝে একবার নিজের ভালোবাসা বিলীন করলে, তোমাকে জীবনের শেষ অবধি প্রকৃতি নিজের মায়ায়
জরিয়ে রাখবে।
মানুষ তার এক চেহারায় হাজার রূপ দেখায় যায়। কিন্তু প্রকৃতি তার হাজার রূপের মধ্যেও তোমাকে একভাবে আপন করে যাবে। যদি তুমি প্রকৃতিকে বুঝতে পারো, তাহলে কোনো কিছুর জন্য তোমার নিজেকে থামিয়ে রাখার প্রয়োজন হবে না। মানুষ তোমাকে পেঁছোতে বাধ্য করবে আর প্রকৃতি তোমাকে চলতে শেখাবে। এখন সিদ্ধান্ত তোমার। অল্প সময়ের জীবনে চাওয়ার পরিমান বেশি হওয়ায় সামান্য জিনিসটা পেতেও প্রয়োজনের চেয়ে অতিরিক্ত সময় লেগে যায়। এইজন্য জীবনে নিজেকে জেতাতে নয় অর্জন করতে শেখাও। তাহলে না পাওয়া জিনিসটাও একসময় তোমার হয়ে যাবে।
তুমি তোমার জন্য নিজেকে রাখো, পুরো পৃথিবী তখন তোমার। যেকোনো মোহকে একবার ত্যাগ করে দেখো বাস্তবতা তোমার। অল্প সময়ের পৃথিবীতে একবার সৎ হয়ে দেখো পুরো পরিস্থিতি তোমার। নিজে নিজের ভরসা হও, হেরে গেলেও উঠে দাঁড়ানোর শক্তি পাবা। না পাওয়ার শব্দটা জীবন থেকে মুছে দেখো, তখন পাওয়ার অভাব হবে না। পেতে শুরু করলে নিজেকে স্বাভাবিক রেখো কোনো কিছু হারিয়ে যাবে না।